২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ইবি কর্মকর্তার কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের স্মারকলিপি

-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তাদের আন্দোলনে শিক্ষার্থীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি শাখা কর্মকর্তা আরিফুল ইসলাম। শিক্ষার্থীরা আবেদনপত্র লিখতে পারে না বলে মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের সম্পর্কে এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এই দাবিতে গতকাল রোববার দুপুরে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এর আগে একই দাবিতে স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী।
জানা যায়, কর্মঘণ্টা পরিবর্তন, বেতন বৃদ্ধি ও অবসরের বয়সসীমা বৃদ্ধিসহ ১৬ দফা দাবিতে আন্দোলন করে আসছে কর্মকর্তা সমিতি। এ ছাড়া আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকলেই পোষ্যদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির দাবি জানান কর্মকর্তারা। পরে এ দাবিকে অমূলক দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন শিক্ষক-শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের ওপর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয় লাইব্রেরি শাখা কর্মকর্তা আরিফুল ইসলাম আরিফ। কর্মকর্তাদের কর্মবিরতি চলাকালীন সময়ে আরিফ বলেন, ‘যে ছাত্র সার্টিফিকেট তোলার সময় আবেদন লিখতে পারে না, সে ছাত্র কর্মকর্তাদের আন্দোলন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় কিভাবে?’
আরিফের এ বক্তব্যের প্রতিবাদে গত শনিবার প্রতিবাদলিপি দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী ও ছাত্র ইউনিয়ন। পরে রোববার তদন্তসাপেক্ষে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করে ছাত্রমৈত্রী ও সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়া তার বক্তব্যের জন্য জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে শাখা কর্মকর্তা আরিফ বলেন, ‘কর্মকর্তাদের আন্দোলনের বিষয়ে শিক্ষার্থীদের পোস্টের জন্য আমি এ বক্তব্য দিয়েছিলাম। আমার বক্তব্যে শিক্ষার্থীরা কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত।’

শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদানকালে ভিসি বলেন, ‘শিক্ষার্থীদের বিষয়ে এমন মন্তব্য কখনওই শোভনীয় নয়। সে তার বক্তব্য প্রত্যাহার না করলে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আরো সংবাদ



premium cement