২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

যুব বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

-

দক্ষিণ আফিকায় যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশী যুবারা।
পচেফস্ট্রুমে বৃষ্টি বিঘিœত ম্যাচে টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাট করতে পাঠিয়ে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। ৮৮ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে; কিন্তু ইনিংসের ২৯তম ওভারে শুরু হয় বৃষ্টি। তখন জিম্বাবুয়ের রান ৬ উইকেটে ১৩৭। বৃষ্টি থামতে থামতে প্রথম ইনিংসের নির্ধারিত সময় শেষ হয়ে গেলে ২২ ওভারে ১৩০ রানের টার্গেট পায় বাংলাদেশ।
জবাব দিতে নেমে শুরু থেকে ঝড় তুলেছেন তানজীদ হাসান। ১০ বলে ৩টি করে চার ও ছক্কায় ৩২ করে ফিরেছেন। ১৩ বলে ৪১ রানের উদ্বোধনী জুটিটা ভেঙে গেলেও রানের গতি কমেনি। এরপর মাহমুদুল হাসানকে নিয়ে আক্রমণ চালিয়েছেন অন্য ওপেনার পারভেজ হোসেন। পারভেজ ৩৩ বলে ৫৮ আর মাহমুদুল ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থেকে মাত্র ১১.২ ওভারে জয় নিশ্চিত করেছেন।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে : ২৮.১ ওভারে ১৩৭/৬ (মাধেভিয়ার ১৮, বাওয়া ২৭, শুম্বা ২৮, শ্যাডেনডর্ফ ২২*)
বাংলাদেশ : ১১.২ ওভারে ১৩২/১ (তানজীদ ৩২, পারভেজ ৫৮*, মাহমুদুল ৩৮*)


আরো সংবাদ



premium cement