২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বিশ্ব আজ পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থী চায় : ইউজিসি চেয়ারম্যান

-

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, বিশ্ব আজ সেসব শিক্ষার্থী চায় যারা পরিবর্তনে আগ্রহী। এগিয়ে চলা এ বিশ্বের সাথে তালমেলাতে, বাংলাদেশের উচ্চশিক্ষাকেও সে ধারায় নিয়ে যেতে হবে। এর জন্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে একসাথে কাজ করতে হবে।
এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম-২০১৯ (এইউপিএফ)-এর ১৮তম সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। এ জন্য তাদের উচ্চশিক্ষার মান বজায় রাখতে হবে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০ হাজার শিক্ষার্থী রয়েছে, শুনে খুব ভালো লেগেছে এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যতের উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে।
তিন দিনব্যাপী সম্মেলনটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। আয়োজকরা জানান, আগামী বছর ভারতের ভেলরের ইনস্টিটিউট অব টেকনোলজিতে পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়ায় স্থায়ী ক্যাম্পাসের স্বাধীনতা মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইউপিএফ-২০১৯ এর আহ্বায়ক ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. এস এম মাহবুবুল হক মজুমদার। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সবুর খান, দক্ষিণ কোরিয়ার ডংসে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জেকুক চ্যান, ভারতে ভেলর ইনস্টিটিউট অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট শংকর বিশ্বনাথন, চীনের গয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্ট্যাডিজের ভাইস ডিরেক্টর মিস লুলু।


আরো সংবাদ



premium cement