২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে এসএসসি পাস করে এমবিবিএস ডাক্তার!

-

চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসএসসি পাস করে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে নিয়মিত রোগী দেখত ওই যুবক। গতকাল মঙ্গলবার নগরের পাহাড়তলী থানার কালীবাড়ি এলাকায় সজীব মেডিক্যাল হল থেকে সজীব দাশ রূপন (২৯) নামের ওই ভুয়া ডাক্তারকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উমর ফারুক বলেন, সজীব এসএসসি পাস করে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে নিয়মিত রোগী দেখত। অভিযানের বিষয়টি টের পেয়ে ওই এলাকার চন্দ্রিকা মেডিক্যাল হল থেকে বিমল দাস নামের আরেক ভুয়া ডাক্তার পালিয়ে যায়। চন্দ্রিকা মেডিক্যাল হলটি সিলগালা করে দেয়া হয়েছে।
তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় কালীবাড়ি এলাকার মেডিক্যাল প্লাস ফার্মাসিকে তিন হাজার এবং স্বাগত ফার্মাসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো: আকিব হোসেন, তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান, কামরুল হাসান, পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) তৌফিকুল ইসলাম সহযোগিতা করেন।

 


আরো সংবাদ



premium cement