২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নোবিপ্রবির ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

-

ছাত্রলীগের দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্রলীগের ৩৭ নেতা কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যলয়ের এক সভায় এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে ১৬ জনকে ছয় মাসের জন্য বহিষ্কার, সাতজনকে ২০ হাজার টাকা, ১২ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও দু’জনকে সতর্কীকরণ করা। গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাত্রলীগের দুই গ্রুপের সংর্ঘষ হয়। এতে ব্যাপক ভাঙচুর হয়। সংর্ঘষের ঘটনায় ভাষা শহীদ আবদুস সালাম হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এতে আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ও অনুজীব বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ মারাত্মক জখম হন। এ ছাড়া সহকারী প্রক্টর ইকবাল হোসেন ও আল আমিন শিকদারও আহত হন। শাস্তিমূলক ব্যবস্থার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মমিনুল হক বলেন, এ বিষয়টি সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


আরো সংবাদ



premium cement