২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দ্যা স্কলারস ফোরাম ঢাকার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

-

সামাজিক ও শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্যা স্কলারস ফোরাম ঢাকার উদ্যোগে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে বৃত্তি পরীক্ষা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা বাওয়ানী উচ্চবিদ্যালয় ও মিতালী বিদ্যাপীঠ স্কুল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ফোরামের পরিচালক তোফাজ্জল হোসাইন এবং সহকারী প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সদস্যসচিব আহমদ হোসাইন রাসেল। কেন্দ্র পরিদর্শন করেন দ্যা স্কলারস ফোরাম ঢাকার চেয়ারম্যান ডা: মুয়াজ্বেম হোসাইন, সাবেক পরিচালক রিয়াজ উদ্দীন ও শাফিউল আলম। ফোরামের সদস্যসচিব আহমদ হোসাইন রাসেল জানান, রাজধানীর প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় তিন হাজার ছাত্রছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র সংখ্যা ছিল ১৩৫০ জন এবং ছাত্রী সংখ্যা ছিল ১৭৩৫ জন। অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থীদের সহযোগিতায় প্রতিবারের মতো এবারও অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement