১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

খালেদা জিয়ার মুক্তি দাবিতে মৎস্যজীবী দলের মানববন্ধন

-

বিএনপির চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। গতকাল রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। বিএনপির ১২টি অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠন মানববন্ধনের যে টানা কর্মসূচি ঘোষণা করেছে এটি তার প্রথমটি। সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রহিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আবদুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের নাদিম চৌধুরী, সেলিম মিয়া প্রমুখ।
ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, আমরা দেখেছি ছাত্রলীগের চাঁদাবাজির অভিযোগে দুইজনকে পদচ্যুত করা হয়েছে। মানববন্ধন থেকে অনেকে দাবি করেছেনÑ শুধু পদচ্যুত করলেই হবে না, তারা অপরাধী তাদের বিচার করতে হবে। আমরা বলে দিতে চাই, যারা শীর্ষ পদ থেকে ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছেন, ছাত্র আন্দোলনের ইতিহাসকে কলঙ্কিত করেছেন, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। যারা ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে তাদের বিচার হবে না, এমনটি হতে পারে না। এদের বয়স বেশি না, এদেরও গডফাদার আছে, বড় ভাই আছে, যারা এদের চাঁদাবাজি শিখিয়েছে। শুধু এই দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হবে না, যারা তাদের চাঁদাবাজি শিখিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে আন্দোলনের জন্য মৎস্যজীবী দলকে সংগঠিত হওয়ার আহ্বানও জানান তারা।


আরো সংবাদ



premium cement