২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নের আবেদন সাইটসের্ভাসের

-

প্রতিবন্ধীদের জন্য জাতীয় কর্মপরিকল্পনা ও অধিকার সুরক্ষা আইন-২০১৩ বাস্তবায়নে সরকারের কাছে আবেদন জানিয়েছে সাইটসের্ভাস।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে সাইটসের্ভাসের একটি অনুষ্ঠানে এই আবেদন জানানো হয়।
সাইটসের্ভাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খন্দকার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী অধোরা খান।
ফরিদা ইয়াসমিন বলেন, আমরা বিশ্বজুড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারগুলোর প্রতি ব্যাপক সর্মথন আদায় করতে চাই। আমি বাংলাদশের গণমাধ্যম ব্যক্তিত্বদের প্রতিবন্ধী মানুষের গল্প বিশেষভাবে প্রচারের আহ্বান জানাই, যাতে এ বিষয়ে সমাজে সচেতনতা তৈরি হয় ও বৈষম্যও দূর হয়।
খন্দকার আরিফুল ইসলাম বলেন, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের প্রতিবন্ধী ব্যক্তিরা স্কুলে যেতে, চাকরি খুঁজে পেতে, স্বাস্থ্যসেবা নিতে এবং রাজনীতিতে অংশগ্রহণ করতে বৈষম্যের শিকার হন। এমনকি তাদের অধিকারকে অস্বীকার করা হয়। যেকোনো বিবেচনাতেই এই ধরনের বৈষম্যে বড় ধরনরে অন্যায়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement