২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

খুলনা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত ঐক্য পরিষদের বিজয়

খালেদা জিয়া মুক্তি আন্দোলনের অভিনন্দন
-

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করায় গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে। গতকাল এক বিবৃতিতে সংগঠনের সদস্যসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, যুগ্ম সচিব আনিছুর রহমান খান ও আইয়ুব আলী আশ্রাফী সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ ১৪ পদের মধ্যে ১১ পদে জয়ী হওয়ায় তাদের অভিনন্দন জানান।
বিবৃতিতে এ বি এম রফিকুল হক তালুকদার রাজা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিপুল বিজয়ে জেলার আইনজীবীদের অভিনন্দন জানান।
বিবৃতিতে আনিছুর রহমান খান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে একইভাবে জাতীয় ঐক্যফ্রন্টের বিপুল বিজয় হবে এবং তারা সরকার গঠন করবে। একই সাথে খালেদা জিয়া মুক্তি পাবেন ও তারেক রহমান দেশের রাজনীতিতে আবার ফিরে আসবেন।
আইয়ুব আলী আশ্রাফী নির্বাচনে খুলনায় আইনজীবী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়ে জয়ীদের অভিনন্দন জানান। এছাড়া তিনি সারা দেশে বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেল থেকে বিজয়ীদেরও অভিনন্দন জানান।
উল্লেখ্য, খুলনা জেলা আইনজীবী সমিতি ২০১৯ সালের নির্বাচনে বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ ১৪টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে জয়ী হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের সদস্য পদে নির্বাচিত হয়েছেন তিনজন।


আরো সংবাদ



premium cement
সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক

সকল