১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

খুলনা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত ঐক্য পরিষদের বিজয়

খালেদা জিয়া মুক্তি আন্দোলনের অভিনন্দন
-

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করায় গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে। গতকাল এক বিবৃতিতে সংগঠনের সদস্যসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, যুগ্ম সচিব আনিছুর রহমান খান ও আইয়ুব আলী আশ্রাফী সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ ১৪ পদের মধ্যে ১১ পদে জয়ী হওয়ায় তাদের অভিনন্দন জানান।
বিবৃতিতে এ বি এম রফিকুল হক তালুকদার রাজা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিপুল বিজয়ে জেলার আইনজীবীদের অভিনন্দন জানান।
বিবৃতিতে আনিছুর রহমান খান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে একইভাবে জাতীয় ঐক্যফ্রন্টের বিপুল বিজয় হবে এবং তারা সরকার গঠন করবে। একই সাথে খালেদা জিয়া মুক্তি পাবেন ও তারেক রহমান দেশের রাজনীতিতে আবার ফিরে আসবেন।
আইয়ুব আলী আশ্রাফী নির্বাচনে খুলনায় আইনজীবী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়ে জয়ীদের অভিনন্দন জানান। এছাড়া তিনি সারা দেশে বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেল থেকে বিজয়ীদেরও অভিনন্দন জানান।
উল্লেখ্য, খুলনা জেলা আইনজীবী সমিতি ২০১৯ সালের নির্বাচনে বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ ১৪টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে জয়ী হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের সদস্য পদে নির্বাচিত হয়েছেন তিনজন।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল