অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৩৪, ভর্তি ৩০৮৭৯
- নিজস্ব প্রতিবেদক
- ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
ডেঙ্গুতে আক্রান্তের হার বেড়েই চলেছে। গত অক্টোবর মাসে সারা দেশে ডেঙ্গুতে ১৩৪ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ হাজার ৮৭৯ জন। গত কয়েকদিন থেকে দৈনিক এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে এবং গড়ে চার থেকে পাঁচজনের মৃত্যু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৪৩ জন।
অক্টোবরে মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪২ জন। এরপরই রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫০ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ১৮ জন, ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচজন, এ ছাড়া রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে মোট চারজনের মৃত্যু হয়েছে।
ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে দুইজন, ময়মনসিংহ বিভাগে দুইজন এবং বরিশাল, খুলনা ও রংপুর বিভাগে একজন করে তিনজনের মৃত্যু হয়েছে। সারা দেশে অক্টোবর মাসে ১৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ছিল ঢাকা বিভাগে ৭৩১ জন। কেবল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ৪৯৭ জন রোগী ভর্তি হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা