২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভিয়েতনামে করোনা : সমস্যা আইফোন ১৩ সরবরাহে

ভিয়েতনামে করোনা : সমস্যা আইফোন ১৩ সরবরাহে - ছবি : সংগৃহীত

ভিয়েতনামে কোম্পানির সরবরাহকারীরা করোনাভাইরাসের শিকার হওয়ায় অ্যাপেল ক্রেতাদের আইফোন ১৩ পেতে প্রত্যাশার চেয়ে বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।

ভিয়েতনামে করেনাভাইরাস সংক্রমণের সবচেয়ে ভয়াবহ আঘাত সামাল দেওয়ার জন্য লকডাউনের মধ্যেও নতুন আইফোনের ইমেজ স্ট্যাবিলাইজেশন ক্যামেরা ফিচারের সেন্সর নির্মাতা কোম্পানিগুলোকে নতুন ফোনের চাহিদা পূরণ করার জন্য উৎপাদন বাড়াতে বলা হয়েছে।
কিন্তু তবুও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে করে নতুন আইফোন পেতে অনেক দেশকে এক মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হবে।

চীন ও জাপানের যেসব ক্রেতা ৫১২ জিবি স্টোরেজ-সংবলিত আইফোন ১২ প্রো সিয়েরা ব্লু কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন, তাদেরকে এখন চীনে পাঁচ সপ্তাহ ধরে অপেক্ষা করতে হচ্ছে। আর যুক্তরাষ্ট্রের একই ধরনের ক্রেতাদের অপেক্ষা করতে হচ্ছে প্রায় চার সপ্তাহ।

আইফোনের অন্যান্য মডেলের জন্যও কয়েক সপ্তাহ ধরে অপেক্ষা করতে হচ্ছে।
করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ মাত্রায় বেড়ে যাওয়ায় ভিয়েতনামে কঠোর লকডাউন চলছে। চীনের অনেক কারাখানাও একই কারণে চাহিদা পূরণ করতে পারছে না।
এক কর্মকর্তা জানান, সংযোজনকারীরা এখনো নতুন আইফোন তৈরী করছে। তবে চাহিদা ও সরবরাহের মধ্যে পার্থক্য বিপুল।

এ ব্যাপারে অ্যাপেলের কাছ থেকে মন্তব্য চাওয়া হলেও তাতে সাড়া পাওয়া যায়নি।

সূত্র : নিউ ইয়র্ক পোস্ট


আরো সংবাদ



premium cement