ইরাক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতায় বাংলাদেশী বিচারক
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ জুন ২০২৪, ০৭:০৪
'আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট, মা'হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক, বিশ্বখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী নবীজি হজরত মুহাম্মাদ সা.-এর দৌহিত্র ইমাম হুসাইন রা.-এর স্মৃতিবিজরিত কারবালা মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য 'কারবালা আন্তর্জাতিক হলি কুরআন এ্যাওয়ার্ড'-এর ৩য় আসরের সম্মানিত বিচারক হিসেবে অংশ নিতে শনিবার ২৯ জুন ঢাকা ত্যাগ করেছেন। আগামীকাল সোমবার উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার মূল আসর শুরু হবে।
উল্লেখ্য, ইতিপূর্বে তিনি ইরাকের কুর্দিস্তানে তিনবার সফর করেন এবং বিচারক হিসেবে অংশ নিয়ে সারা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন। তার এই সফরের মাধ্যমে সারা বিশ্বে লাল সবুজের পতাকা আরো একবার সমুন্নত হবে এবং বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে।
প্রতিযোগিতা শেষে ক্বারী আহমাদ ইউসুফ আগামী ৫ জুলাই দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের রূপকার ক্বারী মুহাম্মাদ ইউসুফের বড় ছেলে।
বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা