১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শিক্ষার্থীদের মেধা বিকাশে কারিকুলামে আধুনিক প্রযুক্তির জ্ঞান আনা হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি - ইউএনবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে কারিকুলামে আধুনিক প্রযুক্তির জ্ঞান আনা হয়েছে।

তিনি বলেন, ‘শুধু বই পড়াই যথেষ্ট নয়। আমাদের ছোটদের প্রতিভা বের করে আনতে হবে। তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে, যাতে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হতে পারে। সেদিকে লক্ষ্য রেখে আমরা কারিকুলামে আধুনিক প্রযুক্তির জ্ঞানের মধ্যে নিয়ে এসেছি।’

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য ‘শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’।

প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়।

তিনি বলেন, দেশের প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করবে সরকার। আমরা প্রাথমিকভাবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব স্থাপন শুরু করেছি এবং এখন আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতেও এটি করার লক্ষ্য রয়েছে।

বর্তমান যুগ প্রযুক্তির যুগ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনগোষ্ঠী গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

এ বছর ১৮টি ক্যাটাগরিতে মোট ১২৬ জন অংশীজনকে 'প্রাথমিক শিক্ষা পদক-২০২৩' প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ৫৪ জন শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠান সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে এ পদক গ্রহণ করেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বক্তৃতা করেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ফিক্সিংয়ের অভিযোগে ফ্র্যাঞ্চাইজির মালিক প্রেম ঠাকুর গ্রেফতার ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা র‌্যাংকিংয়ে উন্নতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান ‘শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার’ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে : রাষ্ট্রপতি

সকল