ঈদের ছুটিতে প্রথম দিনে পদ্মা সেতুতে আয় ৪ কোটি ৮২ লাখ টাকা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ জুন ২০২৪, ১১:৪১
পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির প্রথম দিনে শুক্রবার পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে চার কোটি ৮২ লাখ টাকা।
আজ শনিবার সকালে পদ্মা সেতুর ব্যবস্থাপক (টোল) মো: আহমেদ আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘১৪ জুন (শুক্রবার) ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন, যা থেকে সর্বমোট আয় হয়েছে চার কোটি ৮২ লাখ ১৭ হাজার ৪০০ টাকা।’
তিনি আরো জানান, মাওয়া প্রান্ত থেকে সেতু পার হয় ২৮ হাজার ৮৯৬টি যানবাহন, যা থেকে নগদ টোল আদায় হয়েছে দুই কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা। এছাড়া বাকিতে সরকারি প্রতিষ্ঠানের যান পারাপারে টোল রয়েছে এক লাখ ২০ হাজার ৩৫০ টাকা। আর চলন্ত অবস্থায় ইটিসিএস পদ্ধতিতে টোল জমা হয়েছে এক হাজার দুই শ' টাকা।
অন্যদিকে, জাজিরা প্রান্ত থেকে সেতু পার হয়েছে ১৫ হাজার ১৩৭টি যানবাহন। সরকারি প্রতিষ্ঠানের কাছে ৫৩ হাজার ৭৫০ টাকা বাকিসহ মোট আয় দুই কোটি আট লাখ ১৯ হাজার ৩০০ টাকা।
উল্লেখ্য, শুক্রবার (১৪ জুন) থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) ছিল শেষ কর্ম দিবস। শুক্রবার এই ছুটি শুরু হয়ে শেষ হবে আগামী ১৮ জুন। ঈদুল আজহায় টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১৭ জুন দেশে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা