১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকা উত্তরে ৬ ঘণ্টায়, দক্ষিণে ২৪ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা

ঢাকা উত্তরে ৬ ঘণ্টায়, দক্ষিণে ২৪ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা - ফাইল ছবি

এ বছর ঈদুল আজহায় ছয় ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। অন্যদিকে গত বছরের মতো এবারো ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১২ জুন) রাজধানীর গাবতলীতে ডিএনসিসির প্রস্তাবিত কাঁচাবাজার সংলগ্ন মাঠে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ৩২টি ডাম্প ট্রাক এবং ৮টি আধুনিক কম্প্যাক্টর ট্রাকের সংযোজন অনুষ্ঠানে মেয়র আতিকুল এ ঘোষণা দেন। অন্যদিকে সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে ডিএসসিসির মেয়র তাপস এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বহরে কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ৩২টি ডাম্প ট্রাক এবং ৮টি আধুনিক কম্প্যাক্টর ট্রাক যুক্ত হয়েছে। এছাড়াও ডিএনসিসির বহরে একটি আধুনিক ভ্রাম্যমাণ টয়লেট যুক্ত হয়েছে। এই ট্রাকগুলোর মাধ্যমে কর্পোরেশন প্রতিদিন অতিরিক্ত প্রায় ৩৫০ টন বর্জ্য অপসারণ করতে পারবে। নিজস্ব অর্থায়নে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে এই যানবাহন যুক্ত করার মাধ্যমে ডিএনসিসির সক্ষমতা বৃদ্ধির প্রমাণ হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সিটি কর্পোরেশনকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।

মেয়র বলেন, গত বছর সবার চেষ্টায় উত্তর সিটি কর্পোরেশন ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছিল। এবার আমাদের টার্গেট ছয় ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসরণ করা। ৪০টি ট্রাক যুক্ত হওয়ায় এই বছর বর্জ্য অপসারণে আরো গতি বাড়বে। যে ৮টি আধুনিক কম্প্যাক্টর ট্রাক যুক্ত হলো এগুলো সাধারণ ট্রাকের চেয়ে দশগুণ বেশি বর্জ্য অপসারণে সক্ষম। কম্প্যাক্ট করার মাধ্যমে একসাথে অনেক বর্জ্য বহন করতে পারবে এই ট্রাকগুলো।

৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের সব প্রস্তুতি নেয়া হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, ঈদে বর্জ্য অপসারণের জন্য ১০ হাজারের বেশি কর্মী কাজ করবে। ১০ লাখ ৪০ হাজার পলিব্যাগ বিতরণ করা হচ্ছে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার, স্যাভলন, টুকরি, ফিনাইল দেয়া হয়েছে। কাউন্সিলররা ও ডিএনসিসির কর্মীরা মাঠে সার্বক্ষণিক কাজ করবে। আমি নিজে মাঠে থাকব। জনগণকে অনুরোধ করছি যত্রতত্র কোরবানির বর্জ্য ফেলবেন না। নির্দিষ্ট স্থানে রেখে দেবেন। গতবারের মতো জনগণের সহযোগিতা পেলে নির্ধারিত ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করব।

অন্যদিকে, তাপস বলেন, ‘এই ঈদের আমাদের একটি বড় কার্যক্রম থাকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ। আমরা ঈদের দিন দুপুর ২টা থেকে সেই কার্যক্রম শুরু করব। আমরা আশাবাদী গত বছরের মতো এবারো ২৪ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো এবং ঢাকাকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী আমরা সবার জন্য উপহার দিতে পারব।’

তিনি বলেন, ‘হাটের বর্জ্য, কোরবানির বর্জ্য, নিয়মিত বর্জ্য সব কিছুই আমাদের পরিষ্কার করতে হয়। আগের রাত থেকে আমাদের প্রায় ৭২ ঘণ্টা একটানা কার্যক্রম চলে, কেউ বিশ্রাম নিতে পারে না।’

এ সময় তাপস দুই দিন, ঈদের দিন ও ঈদের পরের দিনের মধ্যে দক্ষিণ সিটির বাসিন্দাদের কোরবানি সম্পন্ন করার অনুরোধ জানান।


আরো সংবাদ



premium cement