ঈদের ১১ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপ্রতিমন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ মে ২০২৪, ২০:১৯
ঈদুল আজহা উপলক্ষে নৌরুটের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৩-২৩ জুন ১১ দিন সব নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ে ঈদুল আজহা উপলক্ষে নৌপথে জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মপন্থা গ্রহণসংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নৌপ্রতিমন্ত্রীর সভাপতিত্বে এ সভায় আরো জানানো হয়, ঈদ উপলক্ষে কাজীরহাট, পাটুরিয়াঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে লঞ্চের সংখ্যা বাড়বে। ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন মিলে ৭ দিন পশুবাহী ও পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।
নৌপ্রতিমন্ত্রী বলেন,‘গত ঈদুল ফিতরে ঈদযাত্রা নিরাপদ হয়েছে। সব পথে নিরাপদে যাত্রীরা বাড়ি ফিরতে পেরেছে। পরিবারের সাথে আনন্দময় ঈদ করেছে। এবারো যাতে ঈদ আনন্দময় ও নিরাপদ হয়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘যাত্রীসেবার ক্ষেত্রে সরকার আন্তরিক। দেশবিরোধী-আইনবিরোধী কিছু মানুষ নৌপথের ক্ষেত্রেও আছে। তারা বিশৃঙ্খলা তৈরি করে সরকারের বা আমাদের সংস্থাগুলোর ভাবমূর্তি নষ্ট করতে চায়। আমরা গোয়েন্দা নজরদারি বাড়ানোর সুপারিশ করেছি।’
নৌপ্রতিমন্ত্রী আরো বলেন, এবারের ঈদ মৌসুমে আবহাওয়া ঝুঁকিপূর্ণ থাকতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে। যারা যাত্রী ও পণ্য পারাপার করবেন, তাদের আবহাওয়া বার্তাগুলো সঠিকভাবে পালনের আহ্বান জানান তিনি।
এ সময় আরো ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোস্তফা কামাল।