কুড়িলে রাস্তা আটকে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ মে ২০২৪, ২০:০৯
পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের জেরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বকেয়া বেতনের দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করছেন তারা।
বুধবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িল ফ্লাইওভারের নিচের সড়ক অবরোধ করেন জোয়ার সাহারার জমজম রোডের ইউরো জোন ফ্যাশনস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে কুড়িল বিশ্বরোডে সড়কে আটকে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করায় ব্যস্ততম ওই সড়ক স্থবির হয়ে গেছে। যার ফলে ওই এলাকায় রাস্তার উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা জানান, কয়েক মাসের বেতন-ভাতা দেয়া হয়নি। কোনো সুরাহা না হওয়ায় রাস্তায় বিক্ষোভ করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও জানিয়েছেন শ্রমিকরা।
পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল মোমেন বলেন, পোশাক শ্রমিকদের অবরোধের কারণে কুড়িল থেকে রাস্তার দুদিকেই যানচলাচল বন্ধ রয়েছে। তীব্র যানজট দ্রুত স্বাভাবিক করতে কর্মকর্তারা কাজ করছে। শিগগির যানচলাচল শুরু হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা