১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ডব্লিউএইচও’র মহাপরিচালকের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

ডব্লিউএইচও’র মহাপরিচালক ডা. আধানম গেব্রিয়েসুসের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি - ইন্টারনেট

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ডা. আধানম গেব্রিয়েসুসের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতিসঙ্ঘের সদর দফতরে বৈঠক করেন তারা।

‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শুরু হয়েছে।

এ বছর জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু ইস্যুর পাশাপাশি প্রাধান্য পাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাধারণ সভার আলোচনা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে। এবারের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের দেড় শতাধিক রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন।

এর আগে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪২ মিনিটে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরো সংবাদ



premium cement