১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন

- ছবি - ইন্টারনেট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট আগামী ১৪ জুন থেকে বিক্রি শুরু হবে। প্রথম দিন ২৪ জুনের টিকিট দেয়া হবে। আর সর্বশেষ ১৮ জুন দেয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রেল ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহায় ঈদের বিশেষ ট্রেন চলবে আটটি। এবারো ঈদে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে দু’টি শিফটে এই টিকিট বিক্রি করা হবে। সকাল ৮টায় বিক্রি হবে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট।

নুরুল ইসলাম বলেন, ২৪ জুনের টিকিট ১৪ জুন; ২৫ জুনের টিকিট ১৫ জুন; ২৬ জুনের টিকিট ১৬ জুন; ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি করা হবে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯, ৩০ জুন ও ১ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

রেলমন্ত্রী বলেন, এবার ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৯ হাজার। সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো: হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক মো: কামরুল আহসান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
নতুন মামলায় আনিসুল হকসহ গ্রেফতার ৮ আফগানিস্তানে মানবাধিকারের ওপর নির্ভর করছে তালিবানের বৈধতা : জাতিসঙ্ঘ তীব্র শীতেও ধানের বীজতলা তৈরিতে উৎসবমুখর কৃষকরা লক্ষ্মীপুর একই ফিলিং স্টেশনে ফের বাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ সাভারে পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত অর্ধশতাধিক সিরিয়ার কুখ্যাত কারাগারে প্রিয়জনদের খুঁজছে অসংখ্য মানুষ শীতে কাঁপছে শ্রীমঙ্গল ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু আগরতলামুখী লংমার্চকে অভ্যর্থনা জানাতে সড়কে বিএনপির নেতাকর্মীরা ফতুল্লায় আগুনে ৮ দোকানের মালামাল পুড়ে ছাই আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

সকল