২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

এক দিনে ১১০০ কোটি ডলার খোয়ালেন বিশ্বের ধনীতম ব্যক্তি

এক দিনে ১১০০ কোটি ডলার খোয়ালেন বিশ্বের ধনীতম ব্যক্তি - ছবি : সংগৃহীত

শেয়ার মার্কেটের খেলায় বেকুব বনে গেলেন ‘ধূর্ত টার্মিনেটর’। মাত্র এক দিনে মেঘাচ্ছন্ন বাজারে প্রায় ১ হাজার ১০০ কোটি ডলার খোয়ালেন বিশ্বের ধনীতম ব্যক্তি বার্নার্ড আর্নল্ট।

ধনকুবের ব্যবসায়ী জেফ বেজোস, টেক জায়েন্ট এলন মাস্কদের পেছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যক্তির আসন দখল করেছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। বিলাসিতার চূড়াম্ত প্রতীক লুই ভিত্তোঁ ব্যাগ বা খ্রিস্টিয়ান ডিওর গাউন তৈরি করা সংস্থা এলভিএমএইচ-এর মালিকানা রয়েছে আর্নল্টের হাতে। বিগত দিনে রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে ‘দ্য টার্মিনেটর’ এবং ‘ধূর্ত’ হিসেবে পরিচিত আর্নল্টের সম্পদ। তবে শেয়ার বাজারের খেলায় এবার বেকুব বলে গেছেন তিনি।

মার্কিন অর্থনীতিতে মন্দার জেরে ধাক্কা খেয়েছে তার সংস্থা। আমেরিকার বাজারে বিলাসী পণ্যের চাহিদা কমতে পারে এই আশঙ্কায় মঙ্গলবার প্যারিসে এলভিএমএইচ-এর শেয়ারের মূল্যে ৫ শতাংশ পতন হয়েছে। মাত্র এক দিনে ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার হারিয়েছেন তিনি।

তবে এহেন ধাক্কা খেয়েও বার্নার্ড আর্নল্ট মোটেও চিন্তিত নন। শেয়ার বাজারে রক্তপাত সত্ত্বেও এখনো প্রায় ১৯২ বিলিয়ন ডলারের মালিক তিনি। চলতি অর্থবর্ষেই ২৯.৫ বিলিয়ন ডলার আয় করেছেন। তবে সম্পদের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা এলন মাস্কের সাথে আর্নল্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ১১.৪ বিলিয়ন ডলারে।

উল্লেখ্য, টুইটারের মালিকানা দখল করার পর কর্মী ছাঁটাই করে শোরগোল ফেলে দিয়েছিলেন এলন। বার্নার্ডও সেই পথের পথিক। টেসলা কর্ণধারের মতোই দখলনীতিতে সাম্রাজ্য বিস্তার করেছেন আর্নল্ট এবং দখল নেয়ার পর যথেচ্ছ কর্মীছাঁটাই করায় ‘দ্য টার্মিনেটর’ নাম পেয়েছেন তিনি। একই সাথে ব্যবসায়ী ম্যারপ্যাঁচের জন্য শিল্পমহলে তাকে ‘ধূর্ত’ বলেও ডাকা হয়।

বার্নার্ড জিন ইতিয়েন আর্নল্ট ৫ মার্চ ১৯৪৯ সালে রাউবেইক্সে জন্মগ্রহণ করেন। তার মা মারি-জোসেফ স্যাভিনেল, ইতিয়েন সাভিনেলের মেয়ে ছিলেন।
সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement
ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী

সকল