২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শহীদ মিনারে ‘ডাইরেক্ট অ্যাকশন’ শ্লোগান চলে না : হিরো আলম

শহীদ মিনারে ‘ডাইরেক্ট অ্যাকশন’ শ্লোগান চলে না : হিরো আলম। - ছবি : সংগৃহীত

দেশের আলোচিত মুখ ও বিভিন্ন ইস্যুতে সোচ্চার হিরো আলম বলেছেন, শহীদ মিনারে ‘ডাইরেক্ট অ্যাকশন’ শ্লোগান চলে না। এ সময় শহীদ মিনারের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) হিরো আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, ‘এখন মনে হয় না আগের মতো চেতনাটা আছে। এর আগে বগুড়াতে ফুল দিয়েছি। আজ আমি প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে এলাম। এখানে আসার পরে আমি দেখলাম ফুল দেয়া না, মনে হয় ফটোশেসন হচ্ছে। এখানে যে গ্রুপ আসছে তারা ফুল দেয়া না, আসছে সেলফি তুলতে। লোক দেখানো ফুল দেয়া হচ্ছে। এগুলোকে ফুল দেয়া বলে না, শহীদদের শ্রদ্ধা জানানো বলে না।’

তিনি আরো বলেন, ‘‘এখানে শহীদদের কথা বলা হবে। কিন্তু এখানে শ্লোগান হচ্ছে ‘ডাইরেক্ট অ্যাকশন’। এখানে তো এ শ্লোগান হতে পারে না। এখানে শ্লোগান হবে শহীদদের কথা নিয়ে। তারা শহীদদের কথা না বলে বলছে ‘ডাইরেক্ট অ্যাকশন, এগিয়ে চলো এগিয়ে চলো’, এখানে কথা বলতে হবে শহীদের শ্রদ্ধা জানিয়ে।’’

রাজনীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি পুরোপুরি রাজনীতির ভেতরে আছেন। দেশের মানুষ ভালোবাসা দিয়েছে, দেশের জন্য কাজ করতে চান, জনগণের পাশে থাকতে চান।

ভাষার মাসে দেশে হিন্দি সিনেমা মুক্তির বিষয়ে তিনি বলেন ‘বিষয়টা আমার কাছে লজ্জাজনক। ভাষার মাসে পাঠান সিনেমা রিলিজ করা উচিত না। আমি মিডিয়ার লোক হলেও বলব, পাঠান ছবি ভাষার মাসে রিলিজ দেয়ার পক্ষে নই।’


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল