২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বাড়িতে নবজাতক, নোটিশ না দিয়ে দম্পতিকে ছাঁটাই করল গুগল

- ছবি - ইন্টারনেট

মাস চারেক হয়েছে সন্তানের জন্ম হয়েছে। তাই মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন মা। ছুটি নেয়ার পরিকল্পনা করেছিলেন বাবাও। কিন্তু হঠাৎ কোনো নোটিশ ছাড়াই এই দম্পতিকে একসাথে ছাটাই করেছে বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল।

সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার এই খবর জানিয়েছে।

খবরে বলা হয়, স্ত্রী ও স্বামী দু’জনেই কাজ করতেন গুগলে। দম্পতিকে একইসাথে চাকরি থেকে বরখাস্ত করার ইমেল পাঠানো হয়। ওই নারী ছয় বছর ধরে গুগলে কাজ করছিলেন এবং তার স্বামীও দুই বছর হলো সংস্থায় যোগ দিয়েছেন।

চার মাস হলো এই দম্পতির সন্তানের জন্ম হয়েছে। ছাঁটাইয়ের আগে আগেই মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন ওই নারী। ছুটি নেয়ার পরিকল্পনা করেছিলেন তার স্বামীও। কিন্তু এর মধ্যেই দম্পতিকে ই-মেইল পাঠিয়ে একসাথে ছাঁটাই করে গুগল।

সম্প্রতি ছাঁটাই অভিযানে নেমেছে গুগল, মাইক্রোসফট-সহ অনেকগুলো বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। ১০ বছরেরও বেশি সময় ধরে চাকরি করা কর্মীরাও এই তালিকা থেকে বাদ পড়ছে না। গত ১৮ জানুয়ারি একসাথে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। সম্প্রতি গুগলও প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে।

গুগলের সিইও সুন্দর পিচাইয়ের দাবি, এত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কারণ হলো অতিরিক্ত কর্মী নিয়োগ।

তিনি জানিয়েছেন, গত দু’বছরে প্রচুর কর্মী নিয়োগ করেছে সংস্থা। অর্থনৈতিক মন্দার সময় এই ছাঁটাই প্রক্রিয়া সংস্থার বৃদ্ধি ত্বরান্বিত করবে বলেও তার দাবি। বরখাস্ত কর্মীদের চার মাসের বেতন-সহ বেশ কিছু সুযোগ-সুবিধা দেয়া হবে বলেও গুগল জানিয়েছে।


আরো সংবাদ



premium cement
রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭

সকল