১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বব্যাপী কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার

বিশ্বব্যাপী কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার - ফাইল ছবি

বিশ্বব্যাপী কমেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দু’লাখ ৯৮ হাজার ৫৯৬ জন আর মারা গেছেন ৫৫৩ জন।

এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন চার লাখ ৫৬ হাজার ৭০৩ জন। আর এ সময়ে মারা গিয়েছিলেন ৯৮৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, রোববার বেলা ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৫৪৪ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ৩৫ হাজার ৭৯৮ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬২ কোটি ৪৫ লাখ ৯ হাজার ৫২৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি চার লাখ ৫৮ হাজার ৯৮৯ জনে। মোট মারা গেছে ১১ লাখ চার হাজার ৭৫১ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬৩৩ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৬১২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৭৬ লাখ ৩৮ হাজার ৬২৪ জন। আর মারা গেছে এক লাখ ৫৮ হাজার ৬৩৯ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ১৬৪ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৭ হাজার ৪৯৫ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৫২ লাখ ৬ হাজার ৩৬৮ জন। মারা গেছে ছয় লাখ ৮৯ হাজার ৫৪৫ জন।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল