১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নকীব পদকে ভূষিত হলেন তিন গুণী সাহিত্যিক

নকীব পদকে ভূষিত হলেন তিন গুণী সাহিত্যিক - ছবি : নয়া দিগন্ত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে তিন গুণী শিল্পীকে ‘নকীব পদকে’ ভূষিত করা হয়েছে।

শুক্রবার বিকেলে বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে জাতীয় সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ওই তিন গুণী শিল্পীকে পদক দেয়া হয়।

পদকপ্রাপ্তরা হলেন, মহিউদ্দিন খান রহ. (মরণোত্তর), ইয়াহইয়া ইউসুফ নদভী ও আহমেদ রিয়াজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম। বিশেষ অতিথি ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া মহাপরিচালক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, সাবেক সংসদ সদস্য ও সনিক প্রাইম গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ডা: আক্কাস আলি সরকার, লেখক ও মুহাদ্দিস মোহাম্মাদ যাইনুল আবিদীন, শিশু সাহিত্যিক ও গল্পকার এনায়েত রসূল, নন্দিত উপস্থাপক শাহ ইফতেখার তারিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম বলেন, এমন প্রতিযোগিতা ও সম্মাননার ধারাবাহিকতা বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় নবীনদের উৎসাহিত করবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে জাতীয় সাহিত্য প্রতিযোগিতায় গল্প, প্রবন্ধ ও ছড়া ক্যাটাগরিতে নয়জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব ও মানযিল শিল্পীগোষ্ঠী।

 


আরো সংবাদ



premium cement