২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিশ্বে করোনায় মৃত্যু ৬৫ লাখ ১২ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ৬৫ লাখ ১২ হাজার ছাড়াল - ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন অংশে নতুন সংক্রমণ বৃদ্ধির মধ্যে বিশ্ব করোনায় মৃত্যুর সংখ্যা ৬৫ লাখ ১২ হাজারের বেশি।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ২৫ লাখ ২১ হাজার ৯৩২ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ১২ হাজার ৯৭২ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ১৬৫ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৭৪ হাজার ৭৮৭ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৪১১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৯০ জনে।

বাংলাদেশ পরিস্থিতি :
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৩৮৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩০ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৪ হাজার ৭৭ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এ সময় শনাক্তের হার সাত দশমিক ৪০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

এ দিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২২৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৪৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement