২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পুরুষ দলের ড্র, নারী দলের জয়

পুরুষ দলের ড্র, নারী দলের জয় - প্রতীকী ছবি

ভারতের চেন্নাইয়ে চলমান ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে শুক্রবার বাংলাদেশ দল সুইডেনের সাথে ২-২ গেম পয়েন্টে কৃতিত্বপূর্ণ ড্র করেছে।

বাংলাদেশ দলের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সুইডেনের গ্র্যান্ড মাস্টার গ্রান্ডিলিয়াস নিলসকে হারান।

গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৪) সুইডেনের গ্র্যান্ড মাস্টার হির্লাপ পারসন টিগারের সাথে ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সুইডেনের গ্র্যান্ড মাস্টার ওয়েস্টারবার্গ জোনাথনের সাথে ড্র করেন। ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ সুইডেনের গ্র্যান্ড মাস্টার ইমানুয়েল বার্গের কাছে হেরে যান।

নারী বিভাগে বাংলাদেশের নারী দল এ রাউন্ডের খেলায় ৩-১ গেম পয়েন্টে সিরিয়াকে পরাজিত করেছে। নারী বিভাগে বাংলাদেশের নারী দলের নারী আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস যথাক্রমের সিরিয়ার মাহমুদ ওলা আহমেদ মুরাদ, ফাতিমা আলজাহরা ও মহিলা ফিদে মাস্টার মাহমুদ রোওলাকে পরাজিত করেন।

বাংলাদেশ মহিলা দলের উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার সিরিয়ার খালিল মানারের কাছে হেরে যান।


আরো সংবাদ



premium cement