২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ডেঙ্গু আক্রান্ত আরো ৪৭

ডেঙ্গু আক্রান্ত আরো ৪৭ - ছবি : সংগৃহীত

এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৩৯ রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং নতুন আক্রান্ত আরো ৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ৪৬ জন ঢাকা বিভাগের এবং বাকি জন ঢাকার বাইরের।

ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ১৩১ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে ভর্তি আছেন আটজন ডেঙ্গু রোগী।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ১৬ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ৮৭৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাছাড়া এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement