২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পৃথিবীর নীল ফুসফুস বিপন্নতার দিকে এগিয়ে যাচ্ছে

পৃথিবীর নীল ফুসফুস বিপন্নতার দিকে এগিয়ে যাচ্ছে। - ছবি : সংগৃহীত

সমুদ্র হলো পৃথিবীনামক গ্রহের ফুসফুস। অন্তত পরিবেশবিজ্ঞানীরা তেমনই বলে চলেছেন। কিন্তু লাগাতার দূষণ ও মানুষের আরো নানা নেতিবাচক কাজকর্মের ফলে প্রতিনিয়ত সমুদ্র-অঞ্চল আরো বেশি বিপন্নতার দিকে এগিয়ে যাচ্ছে।

আর এ ব্যাপারটাকে এড়িয়ে যেতেই সমুদ্রদিবসের ডাক। আজ ৮ জুন ওয়ার্ল্ড ওশনস ডে পালিত হয়।
জাতিসঙ্ঘ উল্লেখ করছে, সমুদ্র বায়োস্ফিয়ারের বিশেষ অংশ, খাদ্য ওযুধের বিশ্বস্ত উৎস। সমুদ্রে এ বিশ্ব জীববৈচিত্রের অনেক ফ্লোরা ও ফনা নির্ভরশীল। সমুদ্র কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে তাদেরও ক্ষতি হবে। যা প্রকারান্তরে ক্ষতি করবে এ বিশ্বপ্রকৃতির।

অথচ প্লাস্টিক, আবর্জনা বা তেল পড়ে নিয়মিত দূষিত হচ্ছে সমুদ্রপানি। এ সমুদ্রকে নবরূপে না পেলে টিকবে না মানবসভ্যতা। এবারে তাই ওশন ডে-এর থিম হলো ’রিভাইটালাইজেশন, কালেক্টিভ অ্যাকশন ফর দ্য ওশন’।

১৯৯২ সালে ওশনস ইনস্টিটিউট অফ কানাডা প্রথম পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত আর্থ সামিটে গ্লোবাল ওশন ডে উদযাপনের প্রস্তাব দেয়। এর ১৬ বছর পরে জাতিসঙ্ঘ এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করে এবং ৮ জুন দিনটিকে সমুদ্রদিবস হিসেবে নির্দিষ্ট করে।

সূত্র : জি২৪


আরো সংবাদ



premium cement