২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাজনীতিবিদদের সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকা জরুরি

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ একের পর এক নতুন আইন চালু করছে যেগুলো মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্রমশ ক্ষুণ্ণ করছে এবং আরো করবে বলে নানা আলামত পাওয়া যাচ্ছে৷

বিশেষ করে রাষ্ট্র, সরকার, রাজনীতিবিদদের সমালোচনার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে৷ কিন্তু সমালোচনায় সমস্যা কোথায়?

এক সময় পত্রিকার চিঠিপত্র কলাম ছিল একজন সাধারণ মানুষের নিজের মতামত জানানোর অন্যতমক্ষেত্র৷ কিন্তু তাতে সময় যেমন অনেক লাগতো পাশাপাশি কোনো চিঠি সম্পাদক ছাপবেন, কোনটা ছাপবেন না তা নিয়েও তৈরি হতো জটিলতা৷
সাধারণ মানুষ নিজস্ব মতামত বড় পরিসরে জানানোর সুযোগ কয়েক দশক আগেও তেমন একটা পাননি৷

অতীতে সংবাদপত্রের পাশাপাশি রেডিও, টেলিভিশনেও শ্রোতা, দর্শকের মতামত প্রকাশের সুযোগ কিছুটা ছিল৷ তবে, সেই অবধি পৌঁছানো সংখ্যাগরিষ্ঠ মানুষের পক্ষেই অসম্ভব ছিল৷

কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই পরিস্থিতি আমূল বদলে গেছে৷ এখন কোনো লাইভ অনুষ্ঠানে সরাসরি মতামত কোনো বাধা ছাড়াই একজন মানুষ জানাতে পারেন৷

গণমাধ্যম ডিজিটাল মিডিয়ায় কোনো কিছু প্রকাশের সাথে সাথেই শ্রোতা, পাঠক বা দর্শকের লাইক, কমেন্ট, শেয়ার দেখে সেটি সম্পর্কে জনমত বুঝে ফেলে৷
রাজনীতিবিদরাও তাদের সম্পর্কে মতামত পেয়ে যান দ্রুত৷ শুধু তাই নয়, একজন সাধারণ মানুষ যেকোনো ইস্যুতে তার মত এখন সহজেই প্রকাশ করতে পারছেন৷ তার সেই মত যদি অন্যদের পছন্দ, বা অপছন্দ হয়, তাহলে সেটাও জানা যায় দ্রুতই৷ আর যে-কারো মতামতই সোশ্যাল মিডিয়ায় গুরুত্ব পেতে শুরু করলে তা ভাইরালও হয়ে যায়৷ একজন মানুষ, তিনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা কমবেশি চর্চা করতে পারেন৷

এক্ষেত্রে, সুবিধা-অসুবিধা দুটোই আছে৷ বড় সুবিধা হচ্ছে, একেবারে আমজনতা যাদের আমরা বলি, তারা তাদের মতামত সহজেই জানাতে পারছেন৷ ফলে মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করা যাচ্ছে কার্যত বাড়তি কিছু না করেই৷

আর জনমত জানার, বোঝার পথ এখন সহজ হওয়ায় একটি সরকারের পক্ষে জনসম্পৃক্ত ইস্যুতে সিদ্ধান্ত নেয়া সহজ হচ্ছে৷ গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে এটা বেশ ইতিবাচক ব্যাপার৷ এর মাধ্যমে সরকার, রাষ্ট্রসম্পৃক্তদের জবাবদিহিতা নিশ্চিতের পথও সুগম হয়েছে৷

এক্ষেত্রে, অসুবিধার দিকটি হচ্ছে ডিজিটাল মাধ্যমে নানা অপরাধ সংগঠিত হওয়ার পাশাপাশি ভুয়া তথ্য, উগ্রবাদী আদর্শসহ সমাজের জন্য সুখকর নয় এমন বিষয়ও ছড়াতে পারে৷ আর তাই বাস্তব দুনিয়ার মতোই ভার্চুয়াল দুনিয়াতেও অপরাধ নিয়ন্ত্রণের সুযোগ থাকা উচিত৷

কিন্তু এই যে নিয়ন্ত্রণ সেটা অনেক ক্ষেত্রে প্রচলিত আইনেই সম্ভব৷ কিছু ক্ষেত্রে যা সম্ভব নয়, তার জন্য প্রচলিত আইনের সংস্কার কিংবা সুনির্দিষ্ট আইনও করেছে কিছু দেশ৷ জার্মানিসহ গণতান্ত্রিক বিভিন্ন রাষ্ট্র সাইবার নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে আইন করার ক্ষেত্রে তা যাতে সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ না হয়, মতপ্রকাশ কিংবা বাকস্বাধীনতায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সেটাও নিশ্চিত করেছে৷

কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্নচিত্র৷ ইতোমধ্যে চালু হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল জগতের নিরাপত্তা নিশ্চিতের চেয়ে মানুষের মতপ্রকাশের ক্ষেত্র সীমাবদ্ধ করাতেই ব্যবহার হচ্ছে বেশি৷ এমনকি শিশুদেরও এই আইনে কারাভোগ করতে হচ্ছে৷

আইনের কিছু ধারা অস্পষ্ট হওয়ায় সেগুলোর অপব্যবহারের ভয়াবহ উদাহরণ তৈরি হচ্ছে৷ একজন মানুষ ফেসবুকে কী লিখেছেন বা না লিখেছেন তা প্রমাণ হওয়ার আগেই মাসের পর মাস কারাভোগ করছেন, এমনকি কারাগারে মারাও যাচ্ছেন৷
ডিজিটাল নিরাপত্তা নাম হলেও এ ধরনের আইন উল্টো হিতের বিপরীতই করছে৷
এখন ডেটা প্রোটেকশন অ্যাক্ট ২০২২, রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্মস এবং ওটিটি কনটেন্টভিত্তিক সেবা প্রদান ও পরিচালনা নীতিমালা, ২০২১ নামে যেসব নতুন আইন ও নীতিমালা তৈরির প্রক্রিয়া চলছে তা-ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে আরো সীমিত করবে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন৷

কথা হচ্ছে, এসব আইন কি তাহলে রাষ্ট্র, সরকার, রাজনীতিবিদদের সমালোচনা রুখতেই তৈরি করা হচ্ছে? সমালোচনা রুখতে এত আইনি আয়োজনের দরকারই বা কেন হচ্ছে?

বাংলাদেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা, জবাবদিহিতায় যে ঘাটতি গত বেশ কয়েক বছরে তৈরি হয়েছে সেই ঘাটতি মেটানোর চেয়ে তা নিয়ে কথা বলার পথ বন্ধ করতে এসব আইন সাজানো হচ্ছে৷ এটা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সুখকর বিষয় হতে পারে না৷

বরং রাজনীতিবিদদের উচিত সমালোচনা সহ্য করার ক্ষমতা অর্জনের পাশাপাশি জনস্বার্থবিরোধী এমন কিছু না করা, যা তাদের সমালোচনার মুখে ফেলতে পারে৷ রাজনীতিবিদরা সমালোচনার, প্রশ্নের ঊর্ধ্বে থাকতে পারেন না৷ তাদের ভালো কাজের প্রশংসা যেমন স্বাভাবিক, তেমনি প্রশ্নবিদ্ধ, বিতর্কিত কাজের বিপুল সমালোচনাও অস্বাভাবিক নয়৷ গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিতে এসবের দরকার আছে৷ আইন করে সাধারণ মানুষের মতপ্রকাশের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করা উচিত হবে না৷

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য

সকল