১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

ভোজ্যতেলের হাহাকার জার্মানিতে, দাম বেড়ে দ্বিগুণ

ভোজ্যতেলের হাহাকার জার্মানিতে, দাম বেড়ে দ্বিগুণ - ছবি : সংগৃহীত

জার্মানির বন শহরের বেশ জনপ্রিয় সুপারশপ রেভে, এডেকা, আলডি, নেট্টোর তেলের তাক ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। খুচরা দোকানে ভোজ্যতেল বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। চাল, লবণ, টয়লেট টিস্যুর মতো পণ্য সরবরাহেও ঘাটতি তৈরি হয়েছে। কমে গেছে গমজাত খাদ্যের জোগান।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর ভোজ্যতেলসহ নিত্যপণ্যের তীব্র সঙ্কট দেখা দিয়েছে ইউরোপের শক্তিধর অর্থনীতির দেশ জার্মানিতে। দুই সপ্তাহ ধরে সুপারশপগুলোতে ভোজ্যতেলের কমতি দেখা গেলেও, গত কয়েক দিনে সেটি প্রকট হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাঙালিরা।

চাল, লবণ, টয়লেট টিস্যুর মতো পণ্য সরবরাহেও ঘাটতি তৈরি হয়েছে। কমে গেছে গমজাত খাদ্যের জোগান। শুকনা খাবারের অভাব দেখা দিয়েছে।

বন শহরে অভিবাসী পরিচালিত খুচরা দোকানগুলোতে কিছু তেল পাওয়া গেলেও তা দ্বিগুণ দামে কিনতে হচ্ছে বলেও অভিযোগ এসেছে।

ডয়চে ভেলেতে কর্মরত সাংবাদিক অনুপম দেব কানুনজ্ঞ ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে জার্মানির সুপারমার্কেটেও। শুরু হয়েছে প্যানিক বায়িং। এমনিতে লম্বা ছুটি থাকলে জার্মানদের অনেক কেনাকাটা করতে দেখা যায়। মহামারীর শুরুর দিকে একই ঘটনা ঘটেছিল। তখন দেখা দিয়েছিল টয়লেট পেপারের সংকট, এখন দেখা দিয়েছে ভোজ্যতেলের সঙ্কট।’


আরো সংবাদ



premium cement