২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

খাবার দিতে দেরি হওয়ায় বিয়ে না করে ফিরে গেলেন ভারতীয় যুবক

খাবার দিতে দেরি হওয়ায় বিয়ে না করে ফিরে গেলেন ভারতীয় যুবক। - ছবি : সংগৃহীত

বিয়ে-শাদিতে টুকটাক ঝামেলা হয়ই, কিন্তু কখনো কেউ কেউ এই ছোট ঝামেলাকেই অনেক বড় বানিয়ে ফেলেন। ঠিক এমনই এক কাণ্ড ঘটেছে ভারতে। খাবার দিতে দেরি করায় বিয়ে না করে হবু শ্বশুর বাড়ি থেকে ফিরে এসেছেন এক যুবক।

সোমবার জিও নিউজ জানায় ওই যুবকের নাম রাজ কুমার। তিনি বিহারের পুর্ণিয়া জেলার ঈশ্বরীতলার বাসিন্দা।

রাজ কুমার বরযাত্রী নিয়ে যখন হবু শ্বশুর বাড়ি পৌঁছেন, তখন তাদের আড়ম্বরপূর্ণ অভ্যর্থনা দেয়া হয়। কিন্তু বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে যখন খাবারের সময় হয়, তখন খাবার পরিবেশনে একটু দেরি করে ফেলেন মেয়ের বাড়ির লোকেরা। এই তুচ্ছ ঘটনাই বিয়েতে কাল হয়ে দাঁড়ায়। আসর ছেড়ে চলে যান ওই বর।

বিয়ের অনুষ্ঠানে আগত গণ্যমান্য অতিথিরা ঝামেলা মিটমাট করে ফেলার উদ্যোগ নেন এবং বরকে ডেকে পাঠান কিন্তু খবর আসে বর ইতোমধ্যেই ওই বাড়ি ছেড়ে চলে গেছেন।

ছেলের এই কাণ্ডের পর মেয়ের বাড়ি থেকে পাওয়া সব উপহারসামগ্রী ফেরত দেন তার বাবা। তাহলে কী হবে-মেয়েদের যে সর্বনাশ তারা করেছেন, তা কি উপহার ফেরত দিলেই মাফ হয়ে যাবে? না, হবে না। এজন্য মেয়ের বাবা থানায় এ নিয়ে ছেলেদের পরিবারের বিরুদ্ধে মামলা করেছেন।

সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement