২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সেনাবাহিনীকে বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলা হবে : সেনাপ্রধান

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ব মানের বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘প্রশিক্ষণ ছাড়াও সেনাবাহিনী দেশের সম্ভাব্য সব ক্ষেত্রে জনগণের পাশে দাঁড়াবে।’

বৃহস্পতিবার ময়মনসিংহে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান।

চার সপ্তাহব্যাপী সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ ময়মনসিংহের মুক্তাগাছার চেচুয়া বাজার এলাকায় শেষ হয়েছে।

সেনাবাহিনীর নবম পদাতিক বিভাগ ‘অনুশীলন নবদিগন্ত’ নামে সফলভাবে এ প্রশিক্ষণ পরিচালনা করেছে।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অন্যান্য সেনা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ প্রশিক্ষণ পরিদর্শন করেন।

সেনাপ্রধান বলেন, ‘বিশ্বে প্রযুক্তির উন্নতি হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এখন দেখা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তাকেও বিবেচনায় নেয়া হয়েছে যেন আমরা ভবিষ্যত যুদ্ধ পরিকল্পনায় এই প্রযুক্তি যুক্ত করে শক্তি সমৃদ্ধ করতে পারি।’

অনুশীলনের বিষয়ে তিনি বলেন, এই অনুশীলন সেনা সদস্যদের দক্ষতা ও আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধি করে।

সাইবার ক্ষেত্রে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলেও জানান সেনাপ্রধান।

তিনি বলেন, একটি অনুশীলনে সব বিষয় নিয়ে আসা যায় না। এই অনুশীলনে লজিস্টিকস সক্ষমতায় জোর দেয়া হয়েছে।

সেনাবাহিনীর নারী সদস্য এবং বিমানবাহিনীর জঙ্গী বিমান, সাঁজোয়া যান ও এমএলআরএস এ অনুশীলনে অংশ নেয়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement