১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পাপনের সাথে কথা বলবেন আকরাম, তারপর চূড়ান্ত বিবৃতি

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন বিভাগের দায়িত্ব ছাড়ছেন আকরাম খান। গতকাল সোমবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তার সহধর্মিণী সাবিনা আকরাম।

মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও এ বিষয়ে খুব বেশি কথা বলেননি আকরাম। জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলোচনা করে বুধবার আনুষ্ঠানিক বিবৃতি দেবেন তিনি।

আকরাম খান বললেন, ‘আসলে আমি আজ কথা বলতে চাইনি। আপনারা এখানে চলে এসেছেন, তাই কিছু বলতে হবে। আমরা পারিবারিকভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি আমার ব্যাপারে। যেহেতু গত ৮ বছর ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে ছিলাম। আমাদের মাননীয় বোর্ড সভাপতি, যিনি আমার অভিভাবক, তার কাছ থেকে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি। যত খারাপ বা ভালো সময় গিয়েছে সবসময় তিনি আমার সাথে ছিলেন। উনার সাথে আলাপ করে কালকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেব।’

সাথে যোগ করেন আকরাম, ‘বোর্ড সভাপতির সাথে কথা বলার আগে আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের কিছু বলতে পারব না। আপনারা এখানে এসেছেন, আপনাদের এটাই বলার আছে।’

২০১৪ সালে প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হন আকরাম। তখন থেকেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে দেখা যায় তাকে। যদিও মাঝে একবার কিছুদিনের জন্য এই দায়িত্বে ছিলেন না তিনি। আবার বসেন একই চেয়ারে। কিন্তু গত কিছুদিন ধরেই এই কাজটা ঠিকঠাক উপভোগ করতে পারছিলেন না তিনি। সমালোচনার তোপেও ছিলেন।

সব মিলিয়ে পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়তে চাইছেন আকরাম। তার আগে কথা বলতে চান পাপনের সাথে।

আকরাম বলেন, ‘আমি তিনটার দিকে একবার কল করেছি। উনি (পাপন) সাড়া দেননি। হয়ত যে কোনো সময় কল ব্যাক করবেন। কল ব্যাক করলেই আমি আলোচনা করে নেবো। কালকে বোর্ডে তো উনার সাথে দেখা হবেই। হ্যাঁ, পারিবারিক কারণেই। অনেক বছর ধরে এখানে ছিলাম। এখানে মানসিক-শারীরিক স্ট্রেন্থের দরকার আছে। সবকিছু মিলিয়েই একটু ব্রেক চাচ্ছি।’

বোর্ড সভাপতি আকরামকে দায়িত্বে থেকে যেতে বললে কী সিদ্ধান্ত নেবেন তিনি? আকরামের ব্যাখ্যা, ‘এটা উনার সাথে আলাপ করে। এখন এ ব্যাপারে কিছু বলতে চাই না। উনার সাথে আলাপ করেই আপনাদের জানাব।’


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল