২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৫২ লাখ ১৭ হাজার ছাড়ালো

- ছবি - সংগৃহীত

করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৫২ লাখ ১৭ হাজার ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো চার হাজার ২৩৩ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে তিন লাখ ৮৬ হাজার ৪৯৬ জন।

এর আগে রোববার মারা গিয়েছিল আরো পাঁচ হাজার ৩৭৬ জন। অন্যদিকে শনাক্ত চার লাখ ৮১ হাজার ৩০ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৬৭১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ১৭ হাজার দুইজনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৬৩ লাখ ৮১ হাজার ৪৪৬ জন।

করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে চার কোটি ৯০ লাখ ৯৯ হাজার ৫৯০ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৯৯ হাজার ৪১৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৭৪৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৬৮ হাজার ৫৭৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২০ লাখ ৮০ হাজার ৯০৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৪ হাজার ৩১৪ জনের।


আরো সংবাদ



premium cement