১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ফর্মুলা ওয়ান ট্র্যাকে প্রথম বাংলাদেশী বিজয়ী রেসার অভিক আনোয়ার

ফর্মুলা ওয়ান ট্র্যাকে প্রথম বাংলাদেশী বিজয়ী রেসার অভিক আনোয়ার - ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এনজিকে প্রো কার চ্যাম্পিয়নশিপে এ পর্যন্ত তিনটি রেস জিতেছেন প্রথম বাংলাদেশী আন্তর্জাতিক মোটর স্পোর্টস বিজয়ী এবং বাংলাদেশ র‍্যালিক্রস চ্যাম্পিয়ন অভিক আনোয়ার।

স্কটল্যান্ড, নিউজিল্যান্ড, বেলজিয়াম, মেক্সিকো, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ভারত, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, যুক্তরাজ্য এবং ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের ফর্মুলা রেসারদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এই মর্যাদাপূর্ণ রেস জিতেছেন।

রেস জয়ের পর অভিক ভক্তদের জন্য তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফেসবুক পোস্টে অভিক লিখেছেন, ‘যারা বলেছে আমি পারবো না, যারা বলেছে এটা সম্ভব নয়, যারা সবসময় বাংলাদেশীদের অবজ্ঞার চোখে দেখেছে, আজকের জয় তাদের জন্য। স্বপ্ন পূরণের জন্য যত কষ্টই হোক না কেন, সব সময় বড় স্বপ্ন দেখা উচিত। ইনশাআল্লাহ,একদিন স্বপ্ন সফল বাস্তবে পরিণত হবে।’

এর আগে, অভিক একটি পৃথক ফেসবুক পোস্টে তার বিজয় নিশ্চিত করেছেন যেখানে তিনি লিখেছেন, ‘আবারো ইতিহাস সৃষ্টি হলো, ইয়েস মেরিনা ফর্মুলা ওয়ান সার্কিটে কোয়ালিফাইংয়ে রেস করে প্রথম বাংলাদেশী হিসেবে পোল পজিশন পেয়েছি! এটা সহজ ছিল না।’

তিনি তার পৃষ্ঠপোষকদের ধন্যবাদও জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত বছর আমি টুর্নামেন্টের মাত্র তিনটি রাউন্ডে খেলেছিলাম। আমি এই বছরের চ্যাম্পিয়নশিপের সব রাউন্ডে অংশ নিতে চাই। আমার প্রস্তুতি বেশ ভালো হয়েছে এবং প্রথম রাউন্ড জেতার পর আমার আত্মবিশ্বাসও অনেক বেড়েছে। আশা করি পরের রাউন্ডেও আমি আরও ভালো করতে পারব।’

প্রথমবারের মতো বাংলাদেশী মোটরস্পোর্টস সুপারস্টার হওয়া ছাড়াও, অভিক একজন সক্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার। তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১৩২ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

সকল