২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

স্বর্ণ পরশ পেল না বাংলাদেশ

-

দেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টির আশায় ছিলেন আরচার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকি। ফাইনালে উঠে স্বপ্ন দেখছিলেন আরচারিতে দেশের হয়ে প্রথম স্বর্ণ পদক জয়ের। তাদের সাথে স্বপ্ন দেখছিল দেশের আরচারিপ্রেমিরাও। কেন না এশিয়ান আরচারি চ্যাম্পিনশিপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত অলিম্পিক চ্যাম্পিয়ন কোরিয়ার কাছে হেরে আর স্বর্ণ পরশ পাওয়া হয়নি বাংলাদেশের। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চলমান ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের সমাপনী দিনের তৃতীয় ইভেন্ট রিকার্ভ মিশ্র দৈতের ফাইনালে বাংলাদেশের রুবেল-দিয়া জুটি ১-৫ সেটে হেরে গেছেন কোরিয়ার রিও সু জাং- লী সিউংইউন জুটির কাছে।

এর আগে গত মঙ্গলবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বাংলাদেশের রুবেল- দিয়া জুটি ৫/৪ সেট পয়েন্টে ভারতের অঙ্কিতা ভক্ত-কপিল জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে।

ইতিহাস গড়ার আগে আত্মবিশ্বাসী ছিলেন বাংলাদেশের দুই আরচারই। শিষ্যরা স্বর্ণ জয় করতে না পারলেও অখুশি নন বাংলাদেশ কোচ মার্টিন ফ্রেডরিখ।

দীর্ঘ দিন দলের সাথে কাজ করা মার্টিন বলেন, ‘আমি ওদের পারফরম্যান্সে খুশি। ওরা সবাই ভালো খেলেছে। এখানে আমরা হয়তো সোনা জিততে পারিনি। কিন্তু আমরা তো রূপা জিতেছি।’

প্রথম দুই সেট পিছিয়ে পড়ে শুধু শেষ সেট প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার আর্চাররা অভিজ্ঞতার কাছেই এগিয়ে ছিল বলে মত কোচের, ‘এটা আসলে ফাইনালের মঞ্চ। এখানে পারফর্ম করতে আরো সময় লাগবে ওদের। তবে শেষ সেট কিন্তু ওরা বেশ ভালো তীর ছুঁড়েছে।’

গত ১৮ বছরে এবারই প্রথম বাংলাদেশ এশিয়ান আর্চারিতে পদক জিতেছে। গত পরশু পুরুষ রিকার্ভ দলগত ও নারী রিকার্ভ দলগত ইভেন্টে ব্রোঞ্জ জেতে। এরপর আজ মিশ্র দ্বৈতে রুপা। সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্সে খুশি দিয়া বলেন, ‘এখানে পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। ফাইনালেও আমরা চেষ্টা করেছি ভালো খেলার। আজ প্রথম দিকে হয়তো সেভাবে মারতে পারিনি। তবে শেষ দিকে এসে ভালো খেলেছি। এখানে বাতাসটা বুঝতে পারিনি প্রথম সেটে। আর দ্বিতীয় সেটে আমার তীর আটকে গেছিল। ওরা আসলে একই ধারবাহিকতায় তীর ছোড়ে। আমাদের আত্মবিশ্বাসটা ওই রকম পর্যায়ে পৌঁছাতে হবে।’

প্রথমবার বড় মঞ্চে সুযোগ পেয়েও সেটা কাজে না লাগানোর আক্ষেপ ছিল হাকিমের কণ্ঠে, ‘এই হার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। এখানে কিছু ভুল বুঝতে পেরেছি, যেটা শুধরে পরবর্তীতে আরো ভালো খেলার চেষ্টা করব আমি। তারপরও আমার নিজের পারফরম্যান্স নিয়ে আমি অনেক খুশি। এ পর্যন্ত যত আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছি এর মধ্যে সেরা স্কোর হয়েছে এবার।’


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১

সকল