২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রোমান সানা ও দিয়া সিদ্দিকীর বিদায়

রোমান সানা ও দিয়া সিদ্দিকীর বিদায় - ছবি : সংগৃহীত

দেশবাসীকে হতাশ করে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেন দেশ সেরা আরচার রোমান সানা ও দিয়া সিদ্দিকী। বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত চলতি ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ-২০২১’ এ রিকার্ভ পুরুষ একক ও নারী ইভেন্টের এলিমিনেশন রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে রোমান সানা ও দিয়া সিদ্দিকীকে।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চলমান চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে সোমবার সকালে ১/২৪ খেলায় বাংলাদেশের মো: রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রাম কৃষ্ণ সাহা ও আব্দুর রহমান আলিফ বাই পেয়ে ১/১৬ খেলায় উন্নীত হন। আজও দিনটি শেষ হয়েছে কোরিয়ার তীরন্দতাজদের একক প্রাধান্যের মাধ্যমে।

১/১৬ খেলায় মো: রোমান সানা ৬-০ সেটে ভিয়েতনামের ‘এনগুয়েন হোয়াং ফি ভুকে পরাজিত করে ১/৮ খেলায় উন্নীত হন। মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬-০ সেটে উজবেকিস্তানের করোভ মিরজালোলকে পরাজিত করে ১/৮ খেলায় উন্নীত হন। ১/৮ খেলায় মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে মো: রোমান সানাকে পরাজিত করে ১/৪ (কোয়ার্টার ফাইনালে) খেলায় উন্নীত হন। এরপর কোয়ার্টার ফাইনালে ২-৬ সেটে কোরিয়ার ‘লি সেউঙ্গিউনর কাছে পরাজিত হয়ে বিদায় নেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল।

রিকার্ভ নারী একক ইভেন্টে এলিমিনেশন রাউন্ডের ১/১৬ খেলায় বাংলাদেশের বিউটি রায় ২-৬ সেটে কাজাখস্তানের টুকেবায়েভা ফারিদার কাছে পরাজিত হন। দিয়া সিদ্দিকী ৬-৪ সেটে কাজাখস্তানের আব্দরাজাক আরুজানকে পরাজিত করে ১/৮ খেলায় উন্নীত হন। ১/৮ খেলায় দিয়া সিদ্দিকী ৬-৪ সেটে ভারতের ভক্ত অঙ্কিতাকে পরাজিত করে ১/৪ (কোয়ার্টার ফাইনাল) খেলায় উন্নীত হন।

কোয়ার্টার ফাইনালে দিয়া সিদ্দিকী ১-৭ সেটে কোরিয়ার জাং দাসোমির কাছে পরাজিত হন।

১/৮ খেলায় বাংলাদেশের অপর প্রতিযোগী শ্রাবনী আক্তার ০-৬ সেটে ভারতের রিধির কাছে পরাজিত হন। একই খেলায় ৪-৬ সেটে কোরিয়ার ওহ ইয়েজিনের কাছে পরাজিত হন নাসরিন আক্তার।

এ ছাড়া কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে এলিমিনেশন রাউন্ডের ১/২৪ খেলায় বাংলাদেশের সকল খেলোয়াড় বাই পেয়ে ১/১৬ খেলায় উন্নীত হন। ১/১৬ খেলায় বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব ১৪৭-১৪২ স্কোরে কুয়েতের আলশাট্টি আহমাদকে পরাজিত করে ১/৮ খেলায় উন্নীত হন। ১/৮ খেলায় নেওয়াজ আহমেদ রাকিব ১৪৩-১৪৫ স্কোরে ইরানের কাজেমপুর আমিরের কাছে পরাজিত হন। ১/১৬ খেলায় বাংলাদেশের অসীম কুমার দাস ১৪৭-১৪৮ স্কোরে ইরানের প্যালিজবান মোহাম্মদ সালেহের কাছে পরাজিত হন। ১/১৬ খেলায় মোহাম্মদ আশিকুজ্জামান প্রথম পর্যায়ে ১৪৫-১৪৫ স্কোরে কাজাখস্তানের মিরজামেতোভ বুনিওদের সাথে ড্র করেন। পরববর্তীতে উভয়েই ১টি করে তীর ছুড়ে মোহাম্মদ আশিকুজ্জামানের স্কোর হয় ১০ ও মিরজামেতোভ বুনিওদ এর স্কোর হয় ৯। শেষ তীরের ফলাফলের ভিত্তিতে মোহাম্মদ আশিকুজ্জামান জয় লাভ করে ১/৮ খেলায় উন্নীত হন। ১/৮ খেলায় মোহাম্মদ আশিকুজ্জামান ১৪২-১৪৬ স্কোরে কাজাখস্তানের খরিস্টিকহ সের্গেই এর নিকট পরাজিত হন। ১/১৬ খেলায় মোহাম্মদ সোহেল রানা ১৪৫-১৪৬ স্কোরে ভিয়েতনামের গুয়েন ভ্যান ডে এর কাছে পরাজিত হন।

কম্পাউন্ড নারী একক ইভেন্টে এলিমিনেশন রাউন্ডের ১/১৬ খেলায় বাংলাদেশের শ্যামলী রায় ১৩৯-১৩৮ স্কোরে নিজ দেশের সুমা বিশ্বাসকে পরাজিত করে ১/৮ খেলায় উন্নীত হন। ১/৮ খেলায় শ্যামলী রায় ১৩৮-১৪৯ স্কোরে কোরিয়ার ওহ ইউহিউন এর কাছে পরাজিত হন। ১/১৬ খেলায় বন্যা আক্তার ১৪১-১৪৭ স্কোরে কোরিয়ার সো চেওন এর কাছে পরাজিত হন।


আরো সংবাদ



premium cement