১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমল

অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন - ছবি : সংগৃহীত

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আগের চেয়ে কমেছে। শুক্রবার জ্বালানি তেলের দাম কমার এ সংবাদ প্রকাশ করা হয়। এ নিয়ে এক সপ্তাহে তৃতীয়বারের মতো জ্বালানি তেলের দাম কমেছে। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে রয়টার্স।

এ সময় ব্রেন্টের অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ৭০ সেন্ট অথবা ০.৮ শতাংশ। এখন ব্রেন্টের অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি ৮২.১৭ ডলার। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য কমেছে ৮০ সেন্ট বা ১ শতাংশ। এখন ডব্লিউটিআই জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি ৮০.৭৯ ডলার। উভয় ব্রান্ডের জ্বালানি তেলের মূল্য এক সপ্তাহে তৃতীয়বারের মতো কমেছে।

এদিকে মূল্য কমে যাওয়ার পরেও এ বছরে তেলের দাম বেশি হওয়ার কারণে মার্কিন ডলারের ওপর তার প্রভাব পড়েছে। মার্কিন মুদ্রার দাম কমেছে এবং দেশটিতে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। মুদ্রাস্ফীতি রোধে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার বাড়িয়েছে। একইসাথে জো বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের রিজার্ভ অবমুক্ত করে দিয়েছেন যাতে করে জ্বালানি তেলের মূল্য আরো কমে যায়।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement