২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বে করোনায় মৃত-আক্রান্তের সংখ্যা কমেছে

- ছবি - সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। এ সময় মারা গেছে ছয় হাজার ৩০৫ জন। আক্রান্ত হয়েছে চার লাখ ১৫ হাজার ৬০৮ জন।

এর আগে শনিবার বিশ্বে মৃতের সংখ্যা বেড়েছিল। সাত হাজার ৬৭৭ জন মারা গিয়েছিল। তবে আক্রান্তের সংখ্যা কমেছিল। আক্রান্ত হয়েছিল পাঁচ লাখ নয় হাজার ১৮১ জন।

বিশ্বে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৬০ হাজার ১২২ জন। আক্রান্ত হয়েছেন ২৫ কোটি দুই লাখ ৬৯ হাজার ৬৬৮ জন। এবং সুস্থ হয়েছেন ২২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ৮৬৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে চার কোটি ৭৩ লাখ ১৩ হাজার ৪১২ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৭৫ হাজার ৯৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৯৬৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৬০ হাজার ৭৮৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ১৮ লাখ ৭৪ হাজার ৩২৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ নয় হাজার ৪১৭ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯২ লাখ ৭২ হাজার ৬৬ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪১ হাজার ৭৪৩ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ লাখ ৫৫ হাজার ৯৩০ জন। মারা গেছেন ২ লাখ ৪৫ হাজার ৬৩৫ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম।

দেখুন:

আরো সংবাদ



premium cement