২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ

ভারতের নবনীতকে হারিয়ে পাকিস্তানের নূর ফাইনালে

- ছবি সংগৃহীত

পাকিস্তানি স্কোয়াশ খেলোয়াড় নূর জামান ঢাকায় অনুষ্ঠানরত পুরুষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট ২০২১-এর ফাইনালে উঠেছেন। আজ শনিবার ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত সেমিফাইনালে ভারতের নবনীত প্রভুকে হারিয়েছেন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বাছাই নূর জামান।

নূর জামান, মুহাম্মদ ফারহান হাশমি, হামজা শরীফ, মুহাম্মাদ আসাব ইফরান, সালমান সেলিম ও আলী উদ্দিনসহ ছয় পাকিস্তানি খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন।

ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী ঢাকায় পাকিস্তানি স্কোয়াশ খেলোয়াড়দের স্বাগত জানিয়ে নূর জামানকে তার অসাধারণ জয় এবং আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের ফাইনালে উঠার জন্য অভিনন্দন জানান।

চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী অন্যান্য পাকিস্তানি খেলোয়াড়ের পারফরম্যান্সেরও প্রশংসা করেন তিনি।

হাইকমিশনার বলেন, খেলাধুলা কার্যক্রম রাষ্ট্রগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পাকিস্তানি স্কোয়াশ দলের বাংলাদেশ সফরের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক অনুভূতি দুই ভ্রাতৃপ্রতীম দেশের মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধিতে এবং সম্পর্ককে আরো উন্নত করতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement