২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সন্ধ্যার পর ভাসানচর থেকে নৌ-যোগাযোগ বন্ধ থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ধ্যার পর ভাসানচর থেকে নৌ-যোগাযোগ বন্ধ থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী - ছবি : সংগৃহীত

সন্ধ্যার পর ভাসানচর থেকে মূল ভূখণ্ডে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ থাকবে। ডিসেম্বরের মধ্যে সেখানে এক লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করা হবে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সমন্বয়, ব‍্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ব্যাপারে মন্ত্রী বলেন, ‘কুমিল্লায় পূজামণ্ডপে যে ব্যক্তি পবিত্র কোরআন রেখেছেন, তাকে চিহ্নিত করা হয়েছে। তিনি মোবাইল ব্যবহার করছেন না, ফলে তার অবস্থান নির্ণয় করা কঠিন হচ্ছে। এর পেছনে কারো ইন্ধন থাকতে পারে। তাকে আটক করতে পারলে এ ঘটনার পেছনে যারা রয়েছে, তাদের খুঁজে বের করা যাবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘সারা দেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সবাই নিজ নিজ কাজে মনোযোগ দিয়েছে। কোথাও কোনো আতঙ্ক নেই।’

অন্যদিকে, কক্সবাজারে রোহিঙ্গানেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


আরো সংবাদ



premium cement