২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইসরাইল, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ অর্থনৈতিক ফোরাম গঠন

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড - ছবি : সংগৃহীত

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিদ বলেছেন, তিনি সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথ অর্থনৈতিক ফোরাম গঠনে রাজি হয়েছেন। মঙ্গলবার তিনি বলেন, অর্থনৈতিক সহযোগিতার জন্য এ ফোরাম গঠন করা হবে।

ইয়ার ল্যাপিড তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, তিনি ও অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে অর্থনৈতিক সহযোগিতার জন্য তারা একটি আন্তর্জাতিক ফোরাম গঠন করবেন।

তিনি বলেন, যৌথ অবকাঠামোগত প্রকল্পের নানান সম্ভাবনার বিষয়ে এ চার দেশের মন্ত্রীরা আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ বিষয়ে নিশ্চিত করে বলেছেন, তার সাথে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানের আলোচনা বৈঠক সম্পন্ন হয়েছে। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে সম্পর্কিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

সোমবার জেরুসালেমে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিডের সাথে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তারা ভারত ও ইসরাইলের মধ্যে আবারো দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু করতে রাজি হয়েছেন।

সূত্র : ইয়েনি শাফাক


আরো সংবাদ



premium cement