২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
শেষ হলো সিএনসি’র নিয়মিত ভার্চুয়াল লাইভ ‘মা’ পর্ব

বহুকাল ধরে মা-হীন এক নতুন বিশ্বের ষড়যন্ত্র চলছে : আবদুর রউফ

সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ। - ছবি : সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, বহুকাল ধরে ‘মা-হীন’ এক নতুন বিশ্বের ষড়যন্ত্র চলছে। এতে বিদীর্ণ হচ্ছে মানবশিশুর স্বাভাবিক স্বভাব।

সিএনসি আয়োজিত একটি ভার্চুয়াল লাইভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘দাদা-দাদী’, ‘নানা-নানী’ ও ‘বাবা’ পর্ব শেষ হওয়ার পর গত গত রোববার ‘মা’-পর্ব শুরু হয়। সপ্তাহে পাঁচ দিন করে ভার্চুয়াল লাইভ অনুষ্ঠানটি বুধবার সমাপ্ত হয়।

সমাপ্তি অনুষ্ঠানে মোহাম্মদ আবদুর রউফ তার বক্তব্যে বলেন, ‘মা এক অনন্য সৃষ্টি। মায়ের সম্মান ও মর্যাদা নিরূপন করা যায় না। মহান আল্লাহর সর্বোত্তম সৃষ্টি হলো মানুষ। এই মানুষের মধ্যে দুটি শ্রেণী- বাবা ও মায়ের মধ্যে মায়ের মর্যাদাকে অনন্য উচ্চতায় রাখা হয়েছে। তবে বহুকাল ধরে ‘মা-হীন’ এক নতুন বিশ্বের ষড়যন্ত্র চলছে। মানবশিশুকে মায়ের দুধের পরিবর্তে পশুর দুধ খাওয়ানো হচ্ছে। এতে বিদীর্ণ হচ্ছে মানবশিশুর স্বাভাবিক স্বভাব। পৃথিবীতে কোনো প্রাণী তার সন্তানকে অন্য প্রাণীর দুধ দিয়ে লালন-পালন করে না। শুধু মানুষ এই বিকৃত স্বভাব প্রয়োগ করে থাকে। এসব কারণে মানব মা আর তার নিজস্ব অবস্থানে নেই।’

তিনি বলেন, ‘নেপোলিয়ন বোনাপার্টি এ প্রসঙ্গে যা বলেছিলেন, আমি তার সাথে একটু যোগ করে বলি : সাধারণত উচ্চশিক্ষিত মাতাগণ উত্তম শ্রেণীর মা হতে পারেন না। মধ্যম পর্যায়ের মাতাগণ উত্তম শ্রেণীর মা হতে পারেন। তারাই বিশ্বের জন্য নৈতিক ও মানবিক সন্তান তৈরি করতে পারেন, যা এই যুগের জন্য একান্ত নিয়ামক।’

‘মা’ পর্বে অংশগ্রহণ করেছেন সাবেক সচিব এম এ মজিদ ও তার স্ত্রী, অ্যাডভোকেট আর্শাদুর রউফ ও তার ডাক্তার সহোদরা, অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, সৈয়দ আলী উল আমিন, প্রভাষক খন্দকার রকিবুল হাসান, পীরসাহেব ডাক্তার সৈয়দ গোলাম মোরসালিন, রাজনীতিবিদ আনোয়ারুল হক চৌধুরী, বীমা বিশেষজ্ঞ কাজী মোহাম্মদ মোরতুজা আলী, সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন, কবি মাহমুদুল হাসান নিজামী, শিক্ষাবিদ জায়েদুর রহমান, অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা, প্রফেসর ড. এম সেতাউর রহমান, নাট্যকার সাইদুর রহমান সাঈদ, প্রফেসর ড. শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, ইতিহাস গবেষক মো: আশরাফুল ইসলাম, প্রফেসর ড: মাহফুজুর রহমান আখন্দ, নাওশেবা সবিহ কবিতা, অধ্যক্ষ হাফিজুর রহমান, হাসনাইন সবিহ নায়ক, ব্যাংকার তানভির হাসান শিবলি, ব্যাংকার এস এম ওয়াহিদুজ্জামান বাচ্চু, মীর মোহাম্মদ মনির ও আতিয়া মীর ।

উল্লেখ্য, সব অনুষ্ঠান পরিচালনা করেন সিএনসি'র নির্বাহী পরিচালক মাহবুবুল হক ও সঞ্চালনায় ছিলেন সিএনসি'র মিডিয়া এক্সিকিউটিভ ইসমাইল হোসেন। বিজ্ঞপ্তি

দেখুন:

আরো সংবাদ



premium cement
অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি

সকল