২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৪৬ লাখ ছাড়াল

-

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের বিভিন্ন নতুন ধরনের কারণে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ২৮৪ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৬ লাখ ৫৯ হাজার ২৯০ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫৭৭ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ২৫৬ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা চার কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৩৯৫ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৬৬ হাজার ৬১৫ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮৮ হাজার ৫৯৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১০ লাখ ৩৪ হাজার ৬১০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে সোমবার পর্যন্ত মোট তিন কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৭৫৫ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৪৩ হাজার ৪৯৭ জনে।


আরো সংবাদ



premium cement