১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

থ্রিলার লেখক শেখ আবদুল হাকিম আর নেই

থ্রিলার লেখক শেখ আবদুল হাকিম আর নেই। - ছবি : সংগৃহীত

জনপ্রিয় থ্রিলার লেখক শেখ আবদুল হাকিম আর নেই। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি মাসুদ রানা সিরিজের অনেক বই লিখেছেন।

শনিবার দুপুরে রাজধানীর বাসাবো পুর্ব নন্দীপাড়ায় বাসায় তার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেয়ে সাজিয়া হাকিম।

তিনি জানান, তার বাবা ব্রংকাইটিসে ভুগছিলেন। শনিবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছিল। তবে সেখানে নেয়ার আগে বাসাতেই তার মৃত্যু হয়।

দাফন ও জানাজার বিষয়ে পারিবারিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সাজিয়া।

সেবা প্রকাশনীর কাজী আনোয়ার হোসেনের হাত দিয়ে যে মাসুদ রানার যাত্রা শুরু, ‘ঘোস্ট লেখক’ হিসেবে এই সিরিজের কয়েক শ’ বই শেখ আবদুল হাকিমের লেখা।

মাসুদ রানা সিরিজের বইয়ের স্বত্ব দাবি করে আইনি লড়াইয়ের কারণে গত বছর আলোচনায় আসেন শেখ আবদুল হাকিম।

এছাড়া তার লেখা গোয়েন্দা কাহিনী ও অনুদিত বইগুলোও রোমাঞ্চপ্রিয় পাঠকদের পছন্দের তালিকায় রয়েছে।


আরো সংবাদ



premium cement