২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিশ্ব শরণার্থী দিবস পালিত

- ছবি সংগৃহীত

বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়েছে। জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ দিনটিতে শরণার্থীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বা ইউএনএইচসিআর জানিয়েছে, শরণার্থীদের দুঃখ-দুর্দশার প্রতি সহমর্মিতা প্রদর্শন ও তাদের জীবন গড়ায় সহনশীলতার স্বীকৃতিতে দিনটি পালন করা হয়।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এ দিন আমরা আমাদের মানবিক ত্রাণ তৎপরতার সহায়তায় শরণার্থীদের দুঃখ-দুর্দশা লাঘবের প্রতি আমাদের পবিত্র প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি। এছাড়াও শরণার্থীরা যে সঙ্ঘাতের কারণে নিরাপত্তার খোঁজে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হন, আমরা ওই সঙ্ঘাত বন্ধে আমাদের কূটনীতিক প্রয়াস বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে থাকি।’

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা জানায়, কভিড দমহামারীর কারণে বিভিন্ন দেশ ও জনগণের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, বিশ্বে আগেকার চাইতে এখন শরণার্থীদের সংখ্যা অনেক বেশী।

এক বিবৃতিতে ইউএনএইচসিআর জানায়, যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া, সহিংসতা, অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘনের কারণে ২০২০ সালে শরণার্থীদের সংখ্যা আট কোটি ২৪ লাখে উন্নীত হয়েছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement