২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ১৭ কোটি ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ১৭ কোটি ছাড়াল - ফাইল ছবি

বিশ্বে করোনায় আক্রান্ত সংখ্যা সাড়ে ১৭ কোটি ছাড়িয়ে গেছে। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৮৮ হাজারের বেশি মানুষের।

করোনার সবশেষ পরিসংখ্যান নিয়ে ওয়ার্ল্ডোমিটারে শুক্রবার সকালে প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।

এতে দেখা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত ২২২টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১৭ কোটি ৫৬ লাখ ২১ হাজার ৭৯০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে চার লাখ ৩৪ হাজার ৮৫২ জন।

বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৮৮ হাজার ৭১২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ হাজার ৪০০ জনের।

সবচেয়ে বেশি আক্রান্ত ১০ দেশ
করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দুই পরিসংখ্যানেই তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে তিন কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৭৮৩ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ১৪ হাজার ৭ জন।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে দুই কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮২৩ জন। দেশটিতে মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৬৩ হাজার ৯৭ জন।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এ পর্যন্ত করোনায় এক কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৫৯ জন সংক্রমিত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে চার লাখ ৮২ হাজার ১৩৫ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৭ লাখ ২৯ হাজার ৯৬৭ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১০ হাজার ২৭০ জন।

শীর্ষ তালিকার পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৫৩ লাখ ১৩ হাজার ৯৮ জন। এর মধ্যে মারা গেছে ৪৮ হাজার ৫২৪ জন।

এ ছাড়া আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, ব্রিটেন সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম ও ১০ম স্থানে রয়েছে স্পেন।

এ দিকে আক্রান্তের তালিকায় ১৫তম স্থানে থাকা মেক্সিকো মৃত্যুর দিক থেকে শীর্ষ তালিকার চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৪৫ হাজার ৫৩৮ জন। এর মধ্যে মারা গেছে দুই লাখ ২৯ হাজার ৫৭৮ জন। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২তম।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার


আরো সংবাদ



premium cement
মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

সকল