১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

করোনায় প্রাণ গেল আরো সাড়ে ১৩ হাজারের বেশি মানুষের

করোনায় প্রাণ গেল আরো সাড়ে ১৩ হাজারের বেশি মানুষের - ছবি- সংগৃহীত

করোনাভাইরাস মহামারীতে বিশ্বের আরো সাড়ে ১৩ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে আগের ২৪ ঘণ্টায়। দিন যত যাচ্ছে মৃত্যুর এই মিছিল ততই দীর্ঘ হচ্ছে। আক্রান্ত সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মহামারী করোনা বা কোভিড-১৯-এ নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩২ লাখ ৬৯ হাজার। আর আক্রান্ত হয়েছে ১৫ কোটি ৬৭ লাখেরও বেশি মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান নিয়ে ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইটে সবশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরো ১৩ হাজার ৭৪৫ জন। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আট লাখ ৫৪ হাজার ৬৬৭ জনের শরীরে। এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩২ লাখ ৬৯ হাজার ৮৪০ জনের। আর মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৫ কোটি ৬৭ লাখ নয় হাজার ৪৮৮ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ কোটি ৪৯ লাখ ১১ হাজার ৪০২ জন।

সবচেয়ে বেশি আক্রান্তের ১০ দেশ
করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে তিন কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ৬১৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৯৪ হাজার ছয়জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ চার লাখ ১৪ হাজার ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছে দুই কোটি ১৪ লাখ ৮৫ হাজার ২৮৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে তিন হাজার ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৭১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এ পর্যন্ত করোনায় এক কোটি ৫০ লাখ নয় হাজার ২৩ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে চার লাখ ১৭ হাজার ১৭৬ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ২৮ হাজার ৯০ জন, মারা গেছে এক লাখ পাঁচ হাজার ৮৫০ জন।

এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪৯ লাখ ৭৭ হাজার ৯৮২ জন। এর মধ্যে মারা গেছেন ৪২ হাজার ১৮৭ জন।

আক্রান্তের শীর্ষ তালিকায় রাশিয়া ষষ্ঠ, ব্রিটেন সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম ও জার্মানি ১০ম স্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

এ দিকে আক্রান্তের তালিকায় ১৫তম স্থানে থাকা মেক্সিকো মৃত্যুর হিসাবে চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত দুই লাখ ১৮ হাজার ১৭৩ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার


আরো সংবাদ



premium cement
‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো?

সকল