২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

করোনাভাইরাস : দুই ডোজ টিকার আগে পুরোপুরি নিরাপদ নয়

করোনাভাইরাস : দুই ডোজ টিকার আগে পুরোপুরি নিরাপদ নয় - ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের টিকা নেয়ার কারণে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষায় ‘পজিটিভ’ হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশে স্বাস্থ্য অধিদফতর। তবে করোনাভাইরাসের টিকাগ্রহণ নিয়ে অনেকের মধ্যে একটি বিভ্রান্তি রয়েছে। কারণ, এই টিকা নেয়ার পরেও কারো কারো কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হচ্ছে। সেই ভুল ভাঙ্গতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর বলেছে, করোনার টিকা নেয়ার কারণে কারো করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বা পজিটিভ শনাক্ত হওয়ার সুযোগ নেই। কিন্তু করোনাভাইরাসের দু’টি ডোজ শেষ হওয়ার পরেও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে আরো দুই সপ্তাহ সময় লাগে। সেই পর্যন্ত সতর্ক না থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি বলা হয়েছে,‘চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে ব্যবহৃত কোভিশিল্ড ভ্যাকসিনের দু’টি ডোজগ্রহণের ন্যূনতম দুই সপ্তাহ পর থেকে সর্বোচ্চ প্রতিরোধ সক্ষমতা তৈরি হয়। এই সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চললে কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাবে।’

এ কারণে ভ্যাকসিন গ্রহণের আগে ও পরে মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার দুপুর পর্যন্ত বাংলাদেশে ৩৫ লাখ ৮৪ হাজার ১৬৯ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। টিকা নেয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন ৪৮ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন।

বাংলাদেশে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড টিকা দেয়া হচ্ছে, যা উৎপাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৪০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন পাঁচ লাখ ৪৯ হাজার ৭২৪ জন। প্রতি এক শ’ জনের নমুনা পরীক্ষায় চারজন নতুন রোগী শনাক্ত হচ্ছে।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে আট হাজার ৪৫৪ জনের।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement